রাজ্য সরকারের দেওয়া দূর্গা পূজার 50 হাজার টাকার অনুদান পেলো বিভিন্ন দূর্গাপুজো কমিটি
কাজল মিত্র ,
:-রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের দূর্গাপূজা কমিটি গুলিকে অনুদান সরূপ ৫০হাজার টাকার আর্থিক সহযোগিতা দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রথমবার অনুদান সরূপ ৫০হাজার টাকা করে আর্থিক সহায়তা পেলো কল্যানেশ্বরী,
লেফট ব্যাঙ্ক ও অজিতেশ নগর দূর্গাপুজো কমিটি।
গতকাল তাদের হাতে কুলটি ও সালানপুর থানার ভারপ্রাপ্ত অফিসারা ৫০ হাজার টাকার চেক তুলেদেন।
এই আর্থিক সহায়তা পেয়ে রাজ্য সরকারের এই উদ্যোগ কে সাধুবাদ জানায় দূর্গাপূজা কমিটির সমস্ত সদস্যবৃন্দ।
এই প্রসঙ্গে দূর্গাপূজা কমিটির সদস্যবৃন্দরা জানিয়েছেন এই সহযোগিতায় আমরা খুব খুশি হয়েছি,দূর্গাপূজা পশ্চিমবঙ্গে খুব বড় আকারে করা হয় আমরাও প্রতি বছর বড় আকারে পূজো করি কিন্তু এই বছর করোনা ভাইরাসের জেরে ছোট করে পূজো হচ্ছে কিন্তু কোনো চাঁদা ছাড়া তাই আর্থিক সহায়তা আমাদের অনেক কাজে লাগবে।
আমরা ধন্যবাদ জানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।