কৃষি সংক্রান্ত বিভিন্ন দাবি এবং আর জি করের ঘটনায় দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডেপুটেশন ময়ূরেশ্বর ব্লক অফিসে
সেখ রিয়াজউদ্দিন,বীরভূম :- সারা ভারত কৃষক সভা ময়ূরেশ্বর-১ নম্বর ব্লক কমিটির উদ্যোগে কৃষি সংক্রান্ত বিভিন্ন দাবিতে এবং আর জি করের ঘটনায় দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার ময়ূরেশ্বর-১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। প্রধান দাবি সমূহের মধ্যে ছিল কৃষি ফসলের এম এস পি নিশ্চয়তা আইন । অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, লাগামহীন বিদ্যুত মাসুল, জনস্বার্থ বিরোধী প্রিপেড স্মার্ট মিটার বাতিল করা। সারের কালোবাজারী বন্ধে ব্যাবস্থা করতে হবে। কৃষি উপকরণের মূল্য কমানো। কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষাকারী সরকারি বিমা চালু করা।সমস্ত কৃষি সমবায় সমিতির নির্বাচন করা। আর জি করের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করার দাবি তোলা হয়। দলীয় পতাকা,ব্যানার সহ মিছিল সহযোগে ব্লক অফিসের সামনে জমায়েত হন।এদিন স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারাভারত কৃষকসভার জেলা সম্পাদক অরূপ বাগ সহ অন্যান্য নেতৃত্ব।