কৃষ্ণবাটি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য শিবির
সেখ রাজু,
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৃষ্ণবাটি স্পোর্টিং ক্লাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় । প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে শতাধিক রক্তদাতা এদিন রক্তদান করেন পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ভিড় ছিল যথেষ্ট লক্ষণীয় । . একদিকে প্রচন্ড গরম অন্যদিকে সবেমাত্র রমজান মাস অতিক্রান্ত হওয়ায় ব্লাড ব্যাংক গুলোই রক্তের চাহিদা পরিলক্ষিত হচ্ছে । অন্যদিকে দুর্ঘটনা এবং থ্যালাসেমিয়া রোগীর জন্য অত্যাবর্ষক রক্তের প্রয়োজন । এই মুহূর্তে রক্তের এই চাহিদার যোগান দিতে এগিয়ে এলো পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৃষ্ণবাটি স্পোর্টিং ক্লাব । প্রতিবছরই নানাবিধ সামাজিক ক্রিয়া কর্মের লিপ্ত থাকার পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে অগ্রণী ভূমিকা পালন করে । আজকের এই মহতী কর্মকান্ডে উপস্থিত হলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার । সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য তামিজ উদ্দিন কাদির, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী, সমাজসেবী বিকাশ চৌধুরী সহ প্রমুখরা । এদিন শ্যামাবাবু বলেন, রক্তদান শিবিরে যুব সম্প্রদায় এবং মহিলাদের উপস্থিতি সত্যি সাধুবাদ যোগ্য । কৃষ্ণবাটি গ্রামের মানুষের এই মহতী কর্মকান্ডে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি ।
সকাল থেকেই রক্তদাতা লাইনে ভিড় ছিল যথেষ্ট লক্ষণীয় । প্রতিটি বেডে পুরুষ রক্ত দাতার পাশাপাশি প্রমিলা বাহিনীদের আগ্রহ সত্যি সাধুবাদ যোগ্য । মহতী কর্মকাণ্ডের আয়োজকরা জানান জেলা পরিষদের সভাধিপতি উপস্থিতি আজকে আমাদের প্রেরনা যোগায় । রক্তদানের মাধ্যমে ব্লাড ব্যাংকে যাতে রক্তের ঘাটতি মেটানো যায় সেই আমাদের এই কর্মযজ্ঞ ।