ক্যারাটে সিলেকশন ট্রায়াল বর্ধমানে

Spread the love

ডিস্ট্রিক্ট কাউনসিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস, পূর্ব বর্ধমানের পরিচালনায় পূর্ব বর্ধমান জেলা স্কুল ক্যারাটে সিলেকশন ট্রায়াল ২০২৫ (আন্ডার-১৪,১৭,১৯ মহিলা) বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে গত ২১ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হল। এই খেলাটির টেকনিক্যাল সহযোগীতা প্রদান করে ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গল দ্বারা অনুমোদিত জেলা সংস্থা বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন। জেলার চারটি মহকুমার (বর্ধমান সদর উত্তর, বর্ধমান সদর দক্ষিন, কালনা ও কাটোয়া) বিভিন্ন স্কুল থেকে মোট প্রায় ১৪০ জন প্রতিযোগী মোট ৩৩টি বিভাগে এখানে অংশগ্রহণ করে। প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারক রেনসি দেবাশীষ কুমার মন্ডল এবং এছাড়াও ছিলেন ছয়জন ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন এর জাতীয় বিচারক। এই খবর জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা স্কুল গেমসের সাধারণ সম্পাদক অরুণাভ কোনার মহাশয়। তিনি আরোও জানান, প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারীরা আগামী ৬৯তম রাজ্য স্কুল গেমস ক্যারাটে প্রতিযোগীতার জন্য নির্বাচিত হয়েছে।এছাড়া, পূর্ব বর্ধমান জেলা স্কুল গেমসের জয়েন্ট সেক্রেটারি প্রদীপ্ত কুমার ঘোষ মহাশয় বলেন, এবারের জেলা ক্যারাটে স্কুল গেমস খেলা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এর জন্য সকলে খুব খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *