ক্রিষ্টাল মডেল স্কুলে ছাত্রছাত্রীদের কার্ণিভাল

Spread the love

ক্রিষ্টাল মডেল স্কুলে ছাত্রছাত্রীদের কার্ণিভাল

সেখ সামসুদ্দিন, ১৪ এপ্রিলঃ মেমারি ক্রিষ্টাল মডেল স্কুলে নবনির্মিত স্টেজে ছাত্রছাত্রীদের কার্ণিভাল উৎসব আয়োজিত হয়। সারা বছর ধরে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরণের অ্যাক্টিভিটিতে যোগ্যতার মাপকাঠিতে প্রায় আটশত ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। স্কুলের অধ্যক্ষ অরুণ কান্তি নন্দী জানান ১৭০০ ছাত্রছাত্রীর সকলেই কোনো না কোনো দিক থেকে যোগ্য। সকলেই সম্বর্ধনা দিতে পারলে ভাল হতো, সকলকে না দিতে পারাটা তাদের ব্যর্থতা। বিদ্যালয়ের চেয়ারম্যান সৌভিক রায়চৌধুরী জানান ছাত্রছাত্রীদের শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে প্রত্যেকের প্রতিভা অনুযায়ী খেলাধুলা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি সহ ছোটো ছোটো গবেষণামূলক কাজে উৎসাহিত করা হয়। বছরে একবার রিক্রিয়েশনের জন্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে এই কার্ণিভাল অনুষ্ঠান করা হয়। এদিন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে অতিথি শিল্পী ছিলেন ক্যালকাটা ব্লুস ব্যান্ডের ইমন। তার সঙ্গীতের তালে ছাত্রছাত্রীদের নৃত্য বয়স্কদের কলেজ লাইফের স্মৃতি ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *