ক্রেতা উপভোক্তা বিষয়ক সচেতনতা শিবির
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- কেনাকাটার পর বিল বা রসিদ অবস্থায় নেবেন। যেকোনো যায়গায় যেকোনো লেনদেন বা কেনাকাটার রসিদ নিন- সেই বার্তা দেওয়ার লক্ষ্যে বুধবার দুবরাজপুর এলাকার দুটি বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের বীরভূম আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে এবং সিউড়ি প্রগ্রেসিভ এন্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির বালিকা বিদ্যালয় ও দুবরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের দুটি স্কুলে “ক্রেতা সুরক্ষা সচেতনতা শিবির” অনুষ্ঠিত হয়।বিষয় হিসেবে আলোচিত হয় যে – দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটার সময় কি কি দেখে কিনবেন এবং ঠকেগেলে কি ভাবে আইনি প্রক্রিয়ার অবলম্বন করতে হবে।এছাড়াও ঠকেগেলে বিনামূল্যে আইনি সহযোগিতা পাওয়ার জন্য ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগে যোগাযোগ করার বিষয়ে অবগত করা হয়। উল্লেখ্য জিনিসপত্র কেনার সময় অতি অবশ্যই জিনিসপত্রের গায়ে লেখা মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং ওজন দেখে কেনা দরকার। এদিনের অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের আধিকারিক অম্লান মুখার্জি,, সিউড়ি প্রগ্রেসিভ এন্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি মহম্মদ রফিক সহ শিক্ষিকাগন।