খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মুকুটমণিপুর জলাধারে নৌকা বাইচ প্রতিযোগিতা

Spread the love

খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মুকুটমণিপুর জলাধারে নৌকা বাইচ প্রতিযোগিতা


সাধন মন্ডল বাঁকুড়া:— পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে খাতড়া মহকুমা প্রশাসনের পরিচালনায় মুকুটমণিপুর মেলা ২০২৫ উপলক্ষে মেলার দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সকালে মুকুটমণিপুরের ইতিহাসে এই প্রথম নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো যার সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও খাতড়া মহকুমা শাসক ডাঃ শুভম মৌর্য্য। সকাল থেকেই মুকুটমণিপুর নৌকাঘাট প্রাঙ্গণ ছিল ভিড়ে ঠাসা এবং জমজমাট। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই ধরনের প্রতিযোগিতা এর আগে কখনো এখানে বা এই এলাকায় হয়নি নতুন প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষ হাজির হয়েছিলেন জলাধারের প্রাঙ্গণে ।নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা জামডহরা গ্রামের বিবেক মন্ডল, তনু মন্ডল, মঞ্জু মন্ডল রা বলেন আমাদের জীবনে এই ধরনের প্রতিযোগিতা এই প্রথম দেখলাম আমরা সকলেই চল্লিশের ঘরে পা দিয়েছি। খাতড়া শহর থেকে আসা বিদিশা মহান্তি শ্যামলী দাস। বলেন সকালেই চলে এসেছি এই প্রতিযোগিতা দেখবো বলে, টিভির পর্দায় এ ধরনের প্রতিযোগিতা দেখেছি। নিজের চোখে দেখার আশা নিয়ে এখানে হাজির হয়েছিলাম খুব ভালো লাগলো এই প্রতিযোগিতা স্বচক্ষে দেখতে পেয়ে। এই প্রতিযোগিতার উদ্যোক্তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৫০টি নৌকা ও ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে খাতড়া মহকুমা শাসক সাংবাদিকদের জানান। এখানে উল্লেখ্য আজ থেকে ২৫ বছর আগে ২০০০ সালেএই মুকুটমনিপুর মেলার সূচনা হয়েছিল। এ বছর ছিল তার রজতজয়ন্তী বর্ষ ।এ বছরের বিশেষ আকর্ষণ ছিল নৌকা বাইচ প্রতিযোগিতা। মেলা শেষ হবে ১৯ শে জানুয়ারি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *