খুস্টিগিরিতে নানান কর্মসূচির মাধ্যমে বিশ্ব নবী দিবস পালন

Spread the love

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহো আলায়হে ওয়া সাল্লামের আবির্ভাব দিবস সারা বীরভূম জেলা জুড়ে মহাসমারোহে উদযাপিত হয় শুক্রবার । অনুরূপ বীরভূমের ইলামবাজার ব্লকের খুস্টিগিরিতে হাজার-হাজার নবী প্রেমিক মোটরসাইকেল, টোটো, চার চাকা গাড়ি সহযোগে ঈদ মিলাদুন্নবীর জুলুশ বা আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। স্থানীয় এলাকা ছাড়াও পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে মহামানব হজরত সাঈয়েদেনা শাহ আব্দুল্লাহ কেরমানী রহমতুল্লাহ আলায়হের ভক্তগণ উপস্থিত হন এবং শোভাযাত্রায় অংশ নেন। এই উদ্যোগ ও অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন খুষ্টিগিরী দরগাহ শরীফের বর্তমান মোতাওয়াল্লী ও পীর হজরত সৈয়দ শাহ মোঃ হাফিজুর রহমান কেরমানী সাহেব। সন্ধ্যাবেলায় কেরমানীয়া খানকায় পবিত্র মিলাদ-মাহফিল ও সম্প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। এই সভায় মানব কল্যাণের পথপ্রদর্শক বিশ্বনবীর মহান আদর্শ, মানবতাবাদ ও সম্প্রীতির বিভিন্ন দিকগুলি নিয়ে পর্যালোচনা করা হয়। বহু বিশিষ্ট জ্ঞানী-গুণী ব্যক্তির সমাবেশে মহফিলটি সর্বাঙ্গসুন্দর ভাবে পরিচালিত হয়। বিশ্বপ্রভুর কাছে বিশ্বশান্তির কামনায় জানানো হয় সমবেত প্রার্থনা।

খুস্টিগিরিতে নানান কর্মসূচির মাধ্যমে বিশ্ব নবী দিবস পালন

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহো আলায়হে ওয়া সাল্লামের আবির্ভাব দিবস সারা বীরভূম জেলা জুড়ে মহাসমারোহে উদযাপিত হয় শুক্রবার । অনুরূপ বীরভূমের ইলামবাজার ব্লকের খুস্টিগিরিতে হাজার-হাজার নবী প্রেমিক মোটরসাইকেল, টোটো, চার চাকা গাড়ি সহযোগে ঈদ মিলাদুন্নবীর জুলুশ বা আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। স্থানীয় এলাকা ছাড়াও পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে মহামানব হজরত সাঈয়েদেনা শাহ আব্দুল্লাহ কেরমানী রহমতুল্লাহ আলায়হের ভক্তগণ উপস্থিত হন এবং শোভাযাত্রায় অংশ নেন। এই উদ্যোগ ও অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন খুষ্টিগিরী দরগাহ শরীফের বর্তমান মোতাওয়াল্লী ও পীর হজরত সৈয়দ শাহ মোঃ হাফিজুর রহমান কেরমানী সাহেব। সন্ধ্যাবেলায় কেরমানীয়া খানকায় পবিত্র মিলাদ-মাহফিল ও সম্প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। এই সভায় মানব কল্যাণের পথপ্রদর্শক বিশ্বনবীর মহান আদর্শ, মানবতাবাদ ও সম্প্রীতির বিভিন্ন দিকগুলি নিয়ে পর্যালোচনা করা হয়। বহু বিশিষ্ট জ্ঞানী-গুণী ব্যক্তির সমাবেশে মহফিলটি সর্বাঙ্গসুন্দর ভাবে পরিচালিত হয়। বিশ্বপ্রভুর কাছে বিশ্বশান্তির কামনায় জানানো হয় সমবেত প্রার্থনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *