পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে, ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর পরিচালনায় এবং বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায়, আজ ১৬ই আগস্ট ২০২৫ তারিখে বর্ধমানের শাঁখারীপুকুরের অগ্রদূত সংঘের ময়দানে “খেলা হবে দিবস” উপলক্ষে একটি ক্যারাটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। জেলা ক্যারাটে সংস্থার সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল মহাশয় জানান, “এই ধরনের উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে পুনরায় খেলাধুলার প্রতি আকৃষ্ট করাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। ক্যারাটে অনুশীলনের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ, আত্মরক্ষার কৌশল অর্জন এবং খেলাধুলার মাধ্যমে ক্যারিয়ার গঠন করা যায়।” জেলার ৪০ জন প্রতিভাশীল ক্যারাটে খেলোয়াড়েরা এই প্রশিক্ষণ শিবিরে যোগদান করেছিল। এই ক্যাম্পের প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, রেনসি দেবাশীষ কুমার মন্ডল, যিনি এশিয়ান ক্যারাটে ফেডেরেশনের বিচারক এবং জাতীয়স্তরের কোচ। মূলত, ক্যারাটে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে বিভাগে পূর্ব বর্ধমান জেলার ক্যারাটে খেলোয়াড়দের টেকনিকাল উন্নতির জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।
খেলা দিবসে ক্যারাটে প্রশিক্ষণ শিবির বর্ধমানে
