খোয়া যাওয়া ১০ টি মোবাইল ফেরত কাঁকরতলা থানায়

Spread the love

খোয়া যাওয়া ১০ টি মোবাইল ফেরত কাঁকরতলা থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
কেউ বাজার করতে গিয়ে, কেউবা গাড়ি চালানোর সময় কিম্বা মেলা খেলার অনুষ্ঠানে গিয়ে পড়ে গিয়েছে কারো আবার বাড়ির ভেতরে থেকে চুরি গেছে মূল্যবান তথা নামিদামি কোম্পানির মোবাইল। রুটিন মাফিক জেনারেল ডাইরি করতে হয় থানায় তাই করা হয়েছে। তবে এমন সখের জিনিস যে আর ফেরত পেতে পারে তা কল্পনার অতীত ছিল খোয়া যাওয়া মোবাইল মালিকদের। নামিদামি কোম্পানির মোবাইল হারিয়ে যাওয়ায় আফশোস ছাড়া আর কিইবা করার আছে। তাইতো হ্যাঁ পিত্যেস না করে হারানোর ব্যাথা একসময় ভূলে যেতে হয়। কিন্তু হারিয়ে যাওয়ার সেই ব্যাথা থেকে ফের আনন্দে আত্মহারা হয়ে ওঠে যখন জেলা পুলিশের সৌজন্যে মোবাইলটি অক্ষত অবস্থায় ফেরত পাওয়া যায়। সেরূপ বৃহস্পতিবার বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কাঁকরতলা থানার প্রচেষ্টায় জেলা ছড়িয়ে ভিন রাজ্যেও বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া নামিদামি কোম্পানির ১০ টি মোবাইল ফোন উদ্ধার করে। এরপর উপযুক্ত নথিপত্র যাচাই করার পর প্রকৃত মালিকদের হাতে মোবাইল গুলো তুলে দেওয়া হয় “অপারেশন প্রাপ্তি”র ব্যানারে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে। হারিয়ে যাওয়া মোবাইল ফোনের আশা ছেড়ে দেওয়ার পর পুলিশের প্রচেষ্টায় এভাবে ফেরত পাওয়ায় স্বভাবতই সমিত সোনার, তন্ময় গঁড়াই সহ সকলের মুখে হাসির রেখা সাথে কাঁকরতলা থানার পুলিশকে সাধুবাদ জানান মোবাইল ফেরত পাওয়া সকলেই। এদিন মোবাইল ফেরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদার,কাঁকরতলা থানার ওসি মহম্মদ সাকিব সাহেব সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *