গলসিতে আয়োজিত হলো ভোটার সচেতনতা শিবির

Spread the love

গলসিতে আয়োজিত হলো ভোটার সচেতনতা শিবির

সঙ্গীতা মুখার্জ্জী মণ্ডল, গলসী-:

গড়ে ওঠার পর থেকেই সমগ্র দেশ জুড়ে বিভিন্ন দিক দিয়ে সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালন করে চলেছে ‘নেহেরু যুব কেন্দ্র'। পূর্ব বর্ধমান জেলা শাখার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটল না। আসন্ন লোকসভা ভোট উপলক্ষ্যে আবার তাদের   সামাজিক দায়িত্ববোধের পরিচয় পাওয়া গেল।

গত ৪ ঠা মার্চ নেহেরু যুব কেন্দ্রের পূর্ব বর্ধমান জেলা শাখার পরিচালনায় ও গলসী-১ নং ব্লকের বিক্রমপুর মিলন সংঘের উদ্যোগে ক্লাব ময়দানে দুই দিনব্যাপী ব্লক স্তরীয় ফুটবল, ভলিবল, কবাডি, দড়ি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় শতাধিক যুবক অংশগ্রহণ করে।

পাশাপাশি আসন্ন লোকসভা ভোট উপলক্ষ্যে ভোটারদের সচেতন করার জন্য বাড়ি বাড়ি প্রচার করা হয় এবং বিভিন্ন এলাকায় র‍্যালি বের করা হয়। নির্ভয়ে নিজের ভোট নিজে দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানানো হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বর্ধমান রাজ কলেজের অধ্যাপক প্রশান্ত ঘোষ, কলকাতা পুলিশের অফিসার প্রশান্ত কোলে সহ ক্লাবের সদস্যরা ও নেহেরু যুব কেন্দ্রের স্থানীয় ভলেন্টিয়াররা। সমগ্র অনুষ্ঠানটি  সুন্দরভাবে পরিচালনা করেন ক্লাব সম্পাদক  বৈদ্যনাথ পাল এবং সুব্রত ঘোষ। 

নেহেরু যুব কেন্দ্রের স্থানীয় ভলেন্টিয়ার পুষ্পেন্দু মুখোপাধ্যায় বলেন- গত কয়েক বছর ধরে গ্রামীণ এলাকায় ছেলেমেয়েদের প্রতিভা তুলে ধরার ক্ষেত্রে বর্ধমান নেহেরু যুবকেন্দ্র উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। একইসঙ্গে অন্যান্য ক্ষেত্রে তারা নিজেদের সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *