গুরু শিষ্য পরম্পরা।

Spread the love


সাধন মন্ডল বাঁকুড়া :- অতীতকে শ্রদ্ধা জানিয়ে আগামীকে চরৈবেতী মন্ত্র শোনানো। আর বেঁধে বেঁধে থাকার ডাক। এই ত্রয়ীর মিলনে প্রথম বার্ষিকী অনুষ্ঠান করল ‘শ্রী নৃত‌্য দীক্ষালয়’। কথক শিল্পী টুসি নস্করের নেতৃত্বে এই প্রতিষ্ঠানের প্রায় একশত কচিকঁাচা নিবেদন করল তঁাদের অধিত নৃত‌্য শৈলী। তবে অনুষ্ঠানের শুরুতেই ‘শ্রী নৃত‌্য দীক্ষালয়ে’র ডিরক্টর টুসি নস্কর শ্রদ্ধা জানালেন প্রবাদপ্রতিম কথক শিল্পী বিরজু মহারাজকে। তারপর তঁার শিষ‌্য পণ্ডিত বিজয়শঙ্করজিকে। এবং তঁার শিষ‌্য সায়নী চাওড়াকে। সায়নী চাওড়া আবার টুসি নস্করের গুরু। এই গুরু-শিষ‌্য পরম্পরার যে নজির রাখল নৃত‌্যশিক্ষা প্রতিষ্ঠানটি তা নিশ্চিতভাবেই আগামীর কাছে শিক্ষনীয়। শুধু গুরুসম্মান নয়, মাতৃপুজোর যে আয়োজন ছিল এদিনের অনুষ্ঠানে তাতে চমৎকৃত পঁাচ শতাধিক দর্শক। অনুষ্ঠানের নাম ছিল নাদ-ধ্বনী- কিঙ্কিনি। অনুষ্ঠান শুরু হল নারীশক্তির জয় দিয়ে, ভারতমাতার বন্দনা করে। প্রায় একশত নতুন মুখ ৫ নভেম্বর, বুধবার সুজাতা সদনে ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ‌্যকে শিরোধার্য করে কত্থক নৃতে‌্যর আনাচ-কানাচ ঘুরে অনুষ্ঠান পরিবেশন করলেন। ‘শ্রীনৃত‌্য দীক্ষালয়’ চায় কত্থকের নিরন্তর সাধনা ও সাধ‌্যমতো প্রচার। এই অনুষ্ঠানে বিশেষ পরিবেশনায় ছিলেন বিদূষী, ন‌্যাশনাল স্কলার কত্থক শিল্পী সায়নী চাওড়া। সঙ্গে প্রতিষ্ঠিত কত্থক শিল্পী ঋতুপর্ণা বিশ্বাস ও আহি নস্করের বিশেষ নিবেদনও ছিল ‘নাদ-ধ্বনী-কিঙ্কিনি’তে। শিশু শিল্পী আম্রপালী চাওড়ার কত্থক পরিবেশনের পাশাপাশি ছিল ‘শ্রীনৃত‌্য দীক্ষালয়ে’র প্রতিষ্ঠাতা টুসি নস্করের একক বিশেষ পরিবেশনা ‘নমমী রঘুবীর’। অনুষ্ঠান শেষ হল কচিকঁাচাদের নিয়ে আগাম ‘শিশুদিবস’ পালনের মধ‌্য দিয়ে। প্রায় শতাধিক শিশুর হাতে তুলে দেওয়া হল উপহার, কাটা হল শিশুদিবসের কেকও। তিন ঘণ্টার লাইভ এই অনুষ্ঠানে সঙ্গতে ছিলেন সরোদবাদক সুনন্দ মুখোপাধ‌্যায়, তবলায় দীপায়ন দাস ও কণ্ঠে জয়দীপ সিনহা। অনুষ্ঠানটির সুন্দর ভাবে সঞ্চালনা করেন পৌলমী ভদ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *