ঘরের ছেলে
দিলীপ কুমার বিশ্বাস
বাংলা মায়ের ঘরের ছেলে,
রবি ঠাকুর নাম।
নোবেল জিতে বিশ্ব জুড়ে,
পেয়েছে তার সন্মান।
গল্প ছড়া কবিতা গান,
কমতি কিছু নাই।
পড়তে গিয়ে সবই দেখি,
যেদিক পানে চাই।
গাঁয়ের বধূ কলসি কাঁখে,
জল আনতে যায়।
পরান খুলে মনের জোরে,
রবির গান গায়।
ভোরের পাখি আপন মনে,
করে কোলাহল।
সকাল হলে গাঁয়ের চাষি,
খোলে চোখের পল।
রবি ছাড়া সাহিত্য জগৎ,
ভাবা টাই ভুল।
লিখতে গেলে খাতা ছেড়ে,
চোখে পড়ে ধুল।
সল্টলেক, কলকাতা।