চক্ষু বিশেষজ্ঞর পরিচালনায় করোনা সচেতনতা শিবির বাঁকুড়ায়

Spread the love

চক্ষু বিশেষজ্ঞর উদ্যোগে সচেতনতা শিবির বাঁকুড়ায়

সাধন মন্ডল,


বাঁকুড়ার বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাক্তার অনুপ মন্ডল এর উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে সাধারন মানুষকে সচেতন করতে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ এর সাথে সাথে সচেতনতা শিবির চলছে।শুক্রবার  জঙ্গলমহলের রাইপুর, মটগোদা, ফুলকুসমা বাজারে সাধারণ পথচলতি ও বাজার করতে আসা মানুষদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন ডাক্তার অনুপ মন্ডল এর প্রতিনিধিরা। তারা জানান ডাক্তারবাবু করোনাকালে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান তারই নির্দেশে গ্রামেগঞ্জে, হাটে বাজারে আমরা মাস্ক ও স্যানিটাইজার বিলি করে চলেছি, তাছাড়া মানুষকে করোনা বিধি মেনে চলতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে হাট-বাজার করতে অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *