শ্যামল রায়
নদিয়া জেলা চাপড়া ব্লকের হাতিশালা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিস্রুত পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি ঘটেছে। মঙ্গলবার পাইপ কাটার ঘটনা চোখে পড়তেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন অভিযোগ যে ফাটা পাইপ দিয়ে নোংরা জল ডুকছে এর ফলে আমরা জল খেতে পারছি না এবং রান্না জল ব্যবহার করতে পারছিনা দ্রুত ফাইভ সংস্কার করার দাবিতে সরব হয়েছেন।
এদিন এলাকার মানুষ স্থানীয় পঞ্চায়েত অফিসে যান এবং দ্রুত সংস্কারের দাবিতে সরব হন।
জানা গিয়েছে যে করিমপুর ও কৃষ্ণনগর রাজ্য সড়কের পাশে নয়নজুলি তে হাতিশালা গ্রামে এই ধরনের ঘটনা ঘটায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। কয়েক হাজার মানুষ এখানকার পানীয় জলের উপর নির্ভরশীল তাই পাইপ ফেটে গিয়ে নোংরা জল ডুকছে বলে অভিযোগ এলাকাবাসীর। দ্রুত সংস্কার না হলে বৃহৎ আন্দোলন শুরু করে দেবেন এলাকার মানুষ জানিয়ে দেয়া হয়েছে স্থানীয় পঞ্চায়েত অফিস এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক কে। তবে স্থানীয় পঞ্চায়েত অফিস সূত্রে জানা গিয়েছে পাইপ দ্রুত সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।