ভাতারের শিকড়তোর গ্রামের বেশ কিছু চাষী সাবমার্সিবেলের জলের দাম বেশি নিচ্ছে বলে ভাতার থানায় দ্বারস্থ হলেন মঙ্গলবার
এলাকায় চাঞ্চল্য।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের শিকড়তোর গ্রামের বেশ কিছু চাষী সাবমার্সিবেলের জলের দাম বেশি নিচ্ছে বলে ভাতার থানায় দ্বারস্থ হলেন মঙ্গলবার।
চাষীদের অভিযোগ এর আগে পাম্প মালিক ২০০০ টাকা বিঘাই নিত।
বর্তমানে গ্রামের দুজন পাম্প মালিক ২৪০০ টাকা বিঘা নিবে বলে দাবি করছে।
হঠাৎ কেন ৪০০ টাকা বেশি এই দাবি তুলে গ্রামের বেশ কিছু চাষী ভাতার থানায় লিখিত অভিযোগ করলেন।।
পাশাপাশি ওই কৃষকরা জানান যে ব্লক অফিস, কৃষি দপ্তরে তারা এ বিষয়ে লিখিতভাবে জানিয়েছেন।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এলাকার এক কৃষক জানাই যে ইলেকট্রিক বিল বৃদ্ধি পায়নি হঠাৎ করে কেন ৪০০ টাকা বেশি চাইছেন আমরা জানতে চাই।
ওনাদের কাছে গেলে ওনারা বলেন যে ওই টাকা দিলে তবে জল দেব। না হলে নয়।
আমরা চাই সঠিক তদন্ত করুক প্রশাসন।
পুলিশ বিষয়টি খতিয়ে দেখবার আশ্বাস দেন।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।
