চিকিৎসক অনিকেত মাহাত থাকবেন আরজিকর হাসপাতালেই : ডিভিশন বেঞ্চ
মোল্লা জসিমউদ্দিন,
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বহাল রইলো সিঙ্গেল বেঞ্চের রায়। আরজি করেই সিনিয়র রেসিডেন্ট হিসেবেই বহাল রাখতে হবে ডা: অনিকেত মাহাতকে। ফের একই নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ । সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চেও। আরজি কর আন্দোলনে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে রাজ্যের আপিল খারিজ করল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।অনিকেত মাহাতো রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলির নির্দেশের বিরুদ্ধে আদালতে মামলা করেন। তাঁর দাবি, বদলির এই নির্দেশ অন্যায় এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে নির্ধারিত নিয়মের পরিপন্থী। মামলাটি ওঠে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে।অনিকেত আদালতে জানান, তাঁর র্যাঙ্ক ২৪ হলেও আর জি কর মেডিক্যাল কলেজে অ্যানাস্থেশিয়া বিভাগে ৪টি শূন্যপদ থাকা সত্ত্বেও তাঁকে সেই হাসপাতালে রাখা হয়নি। তিনি আরও জানান, সেই শূন্যপদগুলির মধ্যে একটি পদে তাঁর আগে থাকা একজন চিকিৎসক নিয়োগ পেয়েছেন, কিন্তু বাকি দু’টি পদে ২৬ ও ৩৪ র্যাঙ্কধারী চিকিৎসক নিয়োগ পেয়েছেন। ফলে মেধাতালিকার নিয়ম মানা হয়নি।বিচারপতি বিশ্বজিৎ বসু অনিকেতের যুক্তি খতিয়ে দেখে আগেই নির্দেশ দিয়েছিলেন তাঁকে আর জি কর মেডিক্যালে রাখার। এদিন ডিভিশন বেঞ্চও সেই রায় বহাল রেখেছে। রাজ্যের উচ্চ আদালত জানিয়ে দেয়, তারা সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করছে না। এরফলে আপাতত অনিকেত মাহাতো থাকছেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই।উল্লেখ্য, গত ২৭ মে রাজ্য সরকার অনিকেত মাহাতোর বদলির নির্দেশ জারি করেছিল। সেই নির্দেশের বিরুদ্ধেই শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই, যার রায় অনিকেতের পক্ষে গেল বৃহস্পতিবার।
