জনসচেতনতায় নাগরিক কনভেনশন

Spread the love

জনসচেতনতায় নাগরিক কনভেনশন

সেখ সামসুদ্দিন, ১০ আগস্টঃ পারিজাত নগর হরিগুরু চাঁদ মতুয়া সেবা সংঘের আয়োজনে গুরুচাঁদপল্লী হরি মন্দিরে সিএএ এসআইআর (ভোটার লিস্ট) ও রিজার্ভেশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ জনসচেতনতা মূলক আলোচনা হয় এই নাগরিক কনভেনশনে। আলোচক ছিলেন ডব্লিউবিসিএস অফিসার কিশোর কুমার বিশ্বাস, ডেপুটি সেক্রেটারি রতন কুমার গাইন ডব্লিউবিসিএস, বংশী বদন মুরমু অবসরপ্রাপ্ত বিডিও। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন ডঃ কৃষ্ণপদ বিশ্বাস। এদিন আলোচকরা এসআইআর নিয়ে বর্তমানে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি সে বিষয়ে আইনের দিক দিয়ে সমস্ত কিছু তুলে ধরে মনোজ্ঞ আলোচনা করেন। ফলে উপস্থিত মানুষজন এই কনভেনশনে সমৃদ্ধ হয়েছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *