অর্ণব রায়,
নেহেরু যুব কেন্দ্র, বর্ধমান ও ইউনিসেফের যৌথ উদ্যোগে গত শুক্রবার কাটোয়ার দাঁইহাট গালর্স হাইস্কুলে আয়োজিত হয় একটি পথনাটক। শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধের পেক্ষাপটে নির্মিত এই পথনাটক থেকে চাইল্ড লাইনের ফোন নম্বর, পকসো আইন, কন্যাশ্রী প্রকল্প ইত্যাদি বিষয়ে সচেতনতা প্রচার করা হয়। এছাড়াও আঠারো বছরের আগে মেয়েদের এবং একুশ বছরের আগে ছেলেদের বিবাহ যে সম্পূর্ণ বেআইনি তাও এদিন অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। রিয়া নামের বছর পনেরোর একটি মেয়ে পড়তে গিয়ে মাস্টারমশাইয়ের দ্বারা অসুরক্ষিত স্পর্শের শিকার হয়। এমন ঘটনার কথা প্রথমে কাউকে বলতে না পারলেও পরের বন্ধু সমীরের সহযোগিতায় মায়ের কাছে বলে রিয়া। যদিও রিয়ার বাবা তাকে ভুল বুঝে তরিঘড়ি বিবাহের আয়োজন করে। কিন্তু ১০৯৮ এ ফোন করে জানিয়ে দেওয়ার ফলে চাইল্ড লাইনের প্রতিনিধি এসে অবশেষে এ বিয়ে বন্ধ করে। এই ছিল নাটিকাটির মূল বিষয় বস্তু। এদিন নাটকের পরে প্রশ্নোত্তর পর্বে বিদ্যালয়ের ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ ছিল দেখার মতো। উদ্যোক্তাদের তরফের জানা যায় যে, সমাজের এই গুরুতর সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করতে বার্তা দিচ্ছে ইউনিসেফ ও নেহেরু যুব কেন্দ্র, বর্ধমান। এদিন পূর্বস্থলী ২ ব্লকের পাটুলি গার্লস হাইস্কুলেও এই পথনাটক অনুষ্ঠিত হয়।