- জলই জীবন *
৷৷ সমরেন্দু চক্রবর্ত্তী ৷৷-
জল ধরো ব্যবহার করো! বৃষ্টির জল ভূগর্ভে ভরো! জলসম্পদ যে অমূল্য বড়! জলের অপচয় বন্ধ করো! পৃথিবীর যত জল ভাণ্ডার, একার নয় মানুষ তোমার। গাছ,পশু,পাখিরাও দাবিদার, জড়, জীব সবে হকদার। গভীর কূপের তুলছ জল -- খাও আর্সেনিক বিষ ছোবল! ভূগর্ভ ভাণ্ডারে দিওনা হাত, ধ্বস,ভূকম্পে হবে কুপোকাত! জ্বালানি পুড়িয়ে ওড়াচ্ছ ছাই, গ্রীনহাউস গ্যাসে নিয়ন্ত্রণ নাই! পৃথিবীর উত্তাপ বাড়ছে তাই, হিমবাহরা দ্রুত গলছে ভাই। সুপেয় জলের নদী গুলো, প্লাবন ঘটিয়ে মরুভূমি হল! সমুদ্র বাড়ছে, কোথায় যাবে? মনুষ্য পাপে জীবকূল মরবে।
জলই জীবন *
