জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি ম্যাচ
সেখ সামসুদ্দিন, ২৯ আগস্টঃ আজ খাঁড়ো যুবক সংঘের উদ্যোগে তাদের ফুটবল মাঠে ক্রীড়া দিবস উপলক্ষে যুবক সংঘ ড্রীম স্টার ফুটবল একাডেমির দুই টিম (মেমারি) মনিপুরী ফুটবল একাদশ ও বাঙালি ফুটবল একাদশ (সিনিয়র)এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হয়। এই খেলায় বাঙালি একাদশ ৭-৪ গোলে জয় লাভ করে। মাঠে উপস্থিত ছিলেন কোচ প্রমোদ ভট্টাচার্য্য, ফিজিও
পার্থ পাল, গেম সেক্রেটারি টিপু সুলতান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।সংঘের কর্ণধার সেখ সবুর উদ্দিন জানান আমাদের এখানে ভালো মানের ফুটবলার বাছাই করে দীর্ঘমেয়াদি আবাসিক ফুটবল প্রশিক্ষণ এর ব্যাবস্থা করা হয়েছে সুদক্ষ প্রশিক্ষকদের তত্বাবধানে। এখানে স্থানীয় খেলোয়াড় সহ বাংলার বিভিন্ন জেলার ও বিভিন্ন রাজ্যের খেলোয়াড়রা আবাসিক শিবিরে আছে। স্থানীয় খেলোয়াড় এবং আবাসিক খেলোয়াড় নিয়ে ১০ বছর থেকে ২০ বছরের ছেলের সংখ্যা ১০০ জনের উপর। স্থানীয় মানুষের সহযোগিতায় শিবিরটি খুব ভালো ভাবে এগিয়ে চলেছে। খেলা চলাকালীন খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে আসেন ডিএসপি মিজানুর রহমান। ম্যান অব দ্যা ম্যাচ হয় তুফান তুড়ি (বাঙালি)।