জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত চার মহিলা শ্রমিক
খায়রুল আনাম , বোলপুর, ৬ ফেব্রুয়ারি–ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি সকালে মৃত্যু হলো চারজন মহিলা ক্ষেত মজুরের। আহত হয়েছেন আরও এগারোজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এলাকায় ১৪ নম্বর জাতীয় সড়কে মুনসুবা মোড়ে। বছর খানেক আগে একইভাবে এই জাতীয় সড়কে মল্লারপুরে ন’জন শ্রমিকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিলো।
এদিন সকালে একটি মোটর চালিত ভ্যানে চেপে পনেরোজন মহিলা ক্ষেতমজুর জাতীয় সড়ক ধরে মাড়গ্রামে যাচ্ছিলেন ধান রোয়ার কাজে। তখনই তাঁদের ভ্যানের পিছনে এসে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। ভ্যান থেকে মহিলা শ্রমিকেরা ছিটকে পড়লে, সেই সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ি তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। বাকী সকলকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও একজনের। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান প্রশাসনিক আধিকারিক ও রাজনৈতিক ব্যক্তিরা। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি শেখ ফায়েজুল হক কাজল ঘটনাস্থলে গিয়ে অভিযোগ করেন যে, কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ায়, এই শ্রমিকদের অন্যত্র কাজে যেতে হচ্ছিল এবং দুর্ঘটনায় এভাবে চারজনের প্রাণ চলে গেলো। এদিন মৃতদের পরিবারের হাতে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃতদেহ সৎকারের জন্য পঞ্চাশ হাজার টাকা করে ও আহতদের চিকিৎসার জন্য পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয় এবং সকল পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়।