জামালপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী
সেখ সামসুদ্দিন, ৮ অক্টোবরঃ জামালপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে আগামী বিধানসভার প্রচার শুরু হয়ে গেলো। আজ পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হালারা শেঠিয়া কোল্ড স্টোরে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দলের পক্ষ থেকে পাঠানো হয় জেলার চেয়ারম্যান তথা মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীকে। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন এস বি এস টি সি এর চেয়ারম্যান তথা জেলার অন্যতম নেতা সুভাষ মন্ডল, রায়নার বিধায়ক শম্পা ধারা , জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল, ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসু, জামালপুর ব্লকের সহ সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের দুই সদস্য শোভা দে ও কল্পনা সাঁতরা, আজকের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা জামালপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান সহ সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান ও উপ প্রধানরা। প্রথমেই স্বাগত ভাষণ দিতে উঠে মেহেমুদ খান বলেন আজকে যত নেতৃত্ব মঞ্চে রয়েছেন, তাদের মঞ্চে বসার পিছনে যাদের সবথেকে বেশি অবদান সেই উপস্থিত দলীয় কর্মীদের তিনি বিজয়া শুভেচ্ছা ও প্রণাম জানান। দল তার উপর আবার ভরসা রাখায় তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের নেতা সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি ধন্যবাদ, কৃতজ্ঞতা ও প্রণাম জানান। ধন্যবাদ জানান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। তিনি বলেন তাদের দায়িত্ব আরো বেড়ে গেলো। তিনি পুরানো দিনের কিছু স্মৃতি চারণ করেন। তিনি বলেন ব্যক্তি স্বার্থর কথা ভুলে গিয়ে দলের স্বার্থের কথা ভাবতে হবে। সকলে মিলে এক হয়ে দলকে এগিয়ে নিয়ে যাবার বার্তা দেন তিনি। অপূর্ব বাবু বলেন জামালপুরে বিজয়া সম্মেলনীতে তার খুব ভালো লাগছে। আজকে বিজয়া সম্মেলনীতে কর্মীদের উপস্থিতি আগামী বিধানসভায় এখানে কী ফল হবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তিনি দিদির দূত হিসাবে এখানে এসেছেন। বিধায়ক অলক কুমার মাঝি বলেন এই স্টোর থেকে বিধায়ক পদে প্রার্থী হিসাবে প্রথম প্রচার শুরু করেছিলেন। আজ প্রায় ৫ বছর পর সেই একই জায়গায় আজ বিজয়া সম্মেলনী আজ সেই হাজার হাজার কর্মীদের উপস্থিতি দেখে তিনি আপ্লুত। তিনি বলেন জামালপুর থেকে দল যাকেই প্রার্থী করুন তিনি বিপুল ভোট জয় লাভ করবেন। আজ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বড় হোর্ডিংয়ের মাধ্যমে ব্লকের ২৬৫ টি পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আজকের এই বিজয়া সম্মেলনে প্রায় ৫ হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টিমুখ করানো হয়।