জীবন দেবতা
গীতা বণিক দত্ত (চুঁচুড়া, হুগলি)
তুমি দেবতা মোদের কাছে,তুমি প্রাণে তে জ্বালাও আলো,
তোমার দয়া তে এ পৃথিবী তে আমরা রয়েছি ভালো।
বিপদে তোমাকে স্মরণ করি তুমি যে বিপদভঞ্জন,
প্রতিদানে তোমাকেই বিপদে ফেলি আমরা যখন তখন।
বাড়িতে কেউ অসুস্থ হলে ছুটে যাই তোমার দ্বারে,
তুমি তো আত্মসুখ ত্যাগ করে সেবা করো সযতনে তারে।
তুমিও রক্ত মাংসের মানুষ এ কথা মোরা যাই যে ভুলে,
কোন রোগী মারা গেলে তোমাকে চড়াই যে শূলে।
ভুল ত্রুটি নিয়েই জীবন এ কথা সবাই তো মানি,
তবে তোমার ভুলের ক্ষমা নেই,তোমাকেই ভাবি শনি।
ডাক্তার বিধান চন্দ্র রায় ছিলেন চিকিৎসা শাস্ত্রের মহাগুরু,
তার দেখানো পথেই সকল ডাক্তার অধ্যয়ন করেন যে শুরু ।
মাতৃ গর্ভ হতে শিশু কে এ পৃথিবীর আলো দেখাও যে তুমি,
সমস্ত মানব জাতি তোমার দয়া তে সুস্থ থাকে তোমাকেই তাই নমি।
এ সমাজে তোমরা নমস্য তোমরা সম্মানীয় সবার কাছে,
মুমূর্ষ রোগী কে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনো তোমরাই দেবতা মোদের কাছে।