জেলা পুলিশের উদ্যোগে থানায় থানায় রাখী বন্ধন উৎসব পালন
সেখ রিয়াজুদ্দিন বীরভূম বীরভূম জেলা পুলিশের উদ্যোগে জেলাজুড়ে পালন করা হলো রাখী বন্ধন উৎসব। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিলেন পরস্পরের হাতে রাখী বেঁধে।
বীরভূম জেলা পুলিশ আপনার নিরাপত্তা ও সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সেই বার্তার পাশাপাশি রাখী বন্ধনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পথচলতি মানুষজন সহ গাড়ি চালকদের হাতে রাখী বেঁধে দেন এবং মিষ্টি মুখ করানো হয়।
সৌহার্দ্য ও সম্প্রীতিতে পূর্ন হোক মানবতা ও ভ্রাতৃত্বের এই অটুট বন্ধন। এদিন চন্দ্রপুর থানার ওসি অভীষেক ঘোষ , এএসআই জয়ন্ত রায় ও উত্তম কর্মকার সহ অন্যান্য পুলিশ সিভিক ভলান্টিয়ারদের নিয়ে চন্দ্রপুর বাসষ্ট্যান্ডে পথচলতি মানুষজনের মধ্যে রাখী বেঁধে দেন। অনুরূপ কাঁকরতলা থানার ওসি মহম্মদ সাকিব সাহেব অন্যান্য পুলিশ আধিকারিক সহ সিভিক ভলান্টিয়ারদের নিয়ে স্থানীয় থানা প্রাঙ্গন সহ হজরতপুর বাসষ্ট্যান্ড এলাকায় পথচলতি মানুষজনের মধ্যে রাখী বেঁধে মিষ্টি মুখ করান। এরূপ কর্মসূচির মাধ্যমে জনসাধারণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরো নিবিড় হবে বলে স্থানীয়দের অভিমত।