উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,
বেহাল রাস্তায় নাজেহাল পথচলতি সাধারণ মানুষ সহ গাড়ি চালকেরা। এই বেহাল রাস্তা মেরামতের দাবিতে বহুবার বিভিন্ন রাজনৈতিক দল পথ অবরোধ করেছে। কিন্তু কোনো কাজ হয় নি। গোচরন থেকে মথুরাপুর হোক বা রায়দীঘি কিংবা নতুন হাট থেকে মোল্লার চক কোম্পানীর রোড।সব জায়গায় বেহাল রাস্তা। এবারে শাসক দলের পক্ষ থেকে রাস্তা মেরামতের দাবিতে গান্ধী গিরির পথে নামলো। বুধবার বিকালে জয়নগর ২ নং ব্লকের তৃনমূল সংখ্যা লঘু সেলের সভাপতি সাহাবুদ্দিন শেখ পূর্ত দপ্তরের কারবালা অফিসে গিয়ে ইঞ্জিনিয়ারকে ফুল ও মিষ্টি তুলে দিলেন এত ভালো রাস্তা মেরামত না করার জন্য। এ ব্যাপারে সাহাবুদ্দিন সেখ বলেন, বিরোধীরা রাস্তা অবরোধ করে মানুষের অসুবিধা সৃষ্টি করে এই প্রতিবাদ করছে। আমরা তাই সে পথে না গিয়ে গান্ধীর জন্মমাসে গান্ধীগিরির মতন প্রতিবাদ করলাম। যাতে দ্রুত বেহাল রাস্তা মেরামত করা হয়।