তারুণ্য
শক্তি কুণ্ডু (কলকাতা)
তারুণ্যের ঘাটতি কি দিয়ে পূরণ করবেন ভাবতে ভাবতেই,
মধ্য বয়সটাও হারিয়ে যায়…
আবার মধ্য বয়সের ঘাটতি কি দিয়ে পূরণ
করবেন ভাবতে ভাবতে
মধ্য বয়স গিয়ে ছুঁয়ে ফেলে
বৃদ্ধ বয়সকে…
তখন আয়নার কাছে যেতে আর ইচ্ছে করে না,
আসলে রূপবিলাসিনীদের
সমস্যার শেষ নেই রূপ নিয়ে,
সব বয়সের নিজস্ব সৌন্দর্য আছে
তার ঘাটতি বলে কিছু হয় না,
তাই পূরণের প্রশ্ন বৃথা…
অনেকেই চল্লিশে এসে তারুণ্যের ঘাটতি ব্যক্তিত্ব দিয়ে পূরণ করতে চায়,
সেটা এক প্রকার ব্যক্তিত্বহীনতার পরিচয় বহন করে৷
কারণ এত দিন আলেয়ার পেছনে ছুটতে ছুটতে
হাঁপিয়ে উঠেছেন এতটাই,
নতুন করে অন্য কিছুকে পোশাক হিসেবে ব্যবহার করা বাহুল্যতা৷
একথা আমার নয়,
আমাদের সমাজের অনেকের,
যে মানুষটা তার গায়ের চামড়া সাদা বলে
নিজেকে অহং দিয়ে মুড়ে রাখতো,
লম্বা বলে,খাঁটোদের আঁড়চোখে দেখতো,
চুল মুখ নখ টানটান দেহ নিয়ে
গৌরবে গৌরাবান্বিত হয়ে থাকতো
নিজের মধ্যে…
তার ব্যক্তিত্ব কোথায়?
যে সে তারুণ্যের ঘাটতি
ব্যক্তিত্ব দিয়ে পূরণ করবে!