তিরঙ্গা যাত্রা খয়রাসোলে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
অপারেশন সিঁদুরের সাফল্যে, ভারত মায়ের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানান হরঘরতিরাঙ্গা, ঘরঘরতিরঙ্গা কর্মসূচি পালনের। তারই পরিপেক্ষিতে ১২ ই আগস্ট খয়রাশোল গোষ্ঠডাঙাল ময়দান থেকে খয়রাশোল বাস স্ট্যান্ড পর্যন্ত তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, সমাজসেবী অনুপম বাগ, দেবব্রত গুপ্ত, উৎপল সাঁই , সুখময় গড়াই,সুকুমার নন্দী সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।