ত্রিশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ত্রিপুরা আদালতে জামিন কুণালের

Spread the love

ত্রিশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ত্রিপুরা আদালতে জামিন কুণালের,

খায়রুল আনাম

 বড়সড় আইনী স্বস্তি পেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার  ত্রিপুরায় আদালতে হাজিরা দিলেন তিনি। কয়েকমাস পূর্বে  ত্রিপুরায় পুরভোটের প্রচারে গিয়ে সীতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল কুণাল ঘোষের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে তিনটি  টি মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে ত্রিপুরা পুলিশ।এরপর সোমবার  কুণাল ঘোষকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।এদিন ত্রিপুরার আদালতে হাজিরা দিলেন তিনি।আজ ত্রিপুরার গোমতী জেলার অমরপুর আদালতে হাজিরা দেন কুণাল ঘোষ। তিনটি মামলাতেই জামিন পেয়েছেন কুণাল ঘোষ। ভোট প্রচারে সীতার পাতাল প্রবেশ নিয়ে কুণাল ঘোষের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য রাখার অভিযোগ উঠেছিল। তবে, এ প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছিলেন, – ত্রিপুরায় ভোটের প্রচারে এসে সীতার পাতাল প্রবেশ নিয়ে তিনি একটি মন্তব্য করেছিলেন। রামায়ণে যার উল্লেখ আছে।সেটা বিকৃত কিছু নয়’।  সীতাকে কেন পাতাল প্রবেশ করে নিজেকে সরিয়ে নিতে হয়েছে? এরপর পুলিশ তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দায়ের করেছে। সে কারণেই তাঁকে সমন পাঠানো হয়েছিল। এদিন ত্রিপুরার আদালতে ,বড়সড় স্বস্তি পেলেন কুনাল ঘোষ। তিনটি মামলাতেই কুণাল ঘোষের জামিন মঞ্জুর করেছে আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুস্মিতা দাস তৃণমূল নেতার জামিন মঞ্জুর করেছেন। ব্যক্তিগত ৩০০০০ হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *