দলের কান্ডারির মহাসমারোহে জন্মদিন পালন
সেখ সামসুদ্দিন, ৭ নভেম্বরঃ সারা রাজ্য জুড়ে গত কাল রাত ১২ থেকেই তৃণমূলের কান্ডারী, সেনাপতি, দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন মহা সমারোহে পালন করা হচ্ছে। তিনি নিজেও আজ তাঁর সমর্থক, তৃণমূল কর্মীদের সাথে দেখা করেন ও শুভেচ্ছা গ্রহণ করেন। তাঁর জন্মদিনকে কেন্দ্র করে এক উদ্দীপনা দেখা যায় রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। পূর্ব বর্ধমান জেলাতেও একের পর এক কর্মসূচি নেওয়া হয়েছে তাঁর জন্মদিন উপলক্ষ্যে। জামালপুরে ব্লক তৃণমূল পার্টি অফিসে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়। তাঁর বিরাট কাটআউটের সামনে কেক কাটেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খাঁন। ছিলেন সহ সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা ,জামালপুর ১ পঞ্চায়েত উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব সহ দলের নেতা, কর্মী ও সমর্থকেরা। মেহেমুদ খাঁন বলেন আজ দলের কান্ডারী, তাঁদের সেনাপতি, যুবরাজ, সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ তাঁদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। প্রতিবছরই তাঁরা ব্লক পার্টি অফিসে জন্মদিন পালন করেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তিনি আরো বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাবে এগিয়ে এসে দলের হাল ধরেছেন তাতে দলের শ্রীবৃদ্ধি ঘটেছে। তিনি বা তাঁরা সকলে তাঁর সুস্থতা কামনা করেন, দীর্ঘায়ু কামনা করেন। তাঁরা নিশ্চিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ২০২৬ বিধানসভা ভোটে আবার তৃণমূল কংগ্রেস সরকার গড়বে।
