সেখ সামসুদ্দিন,
পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোবর্ধন দাসের সমর্থনে পূর্বস্থলীর জামালপুর এলাকায় জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বেলা বারোটা নাগাদ তিনি মঞ্চে উঠে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, দিদি বড় নেত্রী দেশের সবাই তাঁকে চেনে জানে, তাই বড় নেত্রীর যখন বিদায় হবে তখন তাকে ধুমধামের সাথে বিদায় করে দিন। নন্দীগ্রামের মানুষ তাকে ইতিমধ্যেই বিদায় করে দিয়েছে। পাশাপাশি তিনি বলেন দিদি ১২ মিনিট ভাষণ দিলে ১০ মিনিট আমায় এবং মোদিজিকে গালাগালি করেন। বাংলার মানুষের জন্য তাঁর এক মিনিটও সময় নেই। দিদি বলেন আমি বহিরাগত! দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি বহিরাগত হতে পারে আপনারাই বলুন! পাশাপাশি শীতলকুচির ঘটনা নিয়ে ভাইরাল হওয়া অডিও টেপকে হাতিয়ার করে তিনি বলেন, দিদি সেখানে বলছে লাশ নিয়ে মিছিল করতে, দিদি একটু তো লজ্জা করো, মৃতদেহ নিয়ে রাজনীতি। ইতিমধ্যেই পাঁচ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে দিদির গুন্ডাটা কিছুই করতে পারেননি। তাই যখন উনি কথা বলবেন দেখবেন যেন মনে হয় কোনও মহিলা অন্যজনের সাথে ঝগড়ায় নেমেছে। আমি ভগবানের কাছে প্রতিদিনই প্রার্থনা করি দিদির পা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। কারণ তিনি ২ তারিখের পর যেদিন গভর্নরের কাছে ইস্তফা প্রকাশ জমা দিতে যাবেন নিজের পায়ে হেঁটে যেন পৌঁছাতে পারেন।