‘দুর্গাপুরের সাহিত্য,ফিরে দেখা’ পত্রিকাটি প্রকাশিত হলো দুর্গাপুরের একটি সভাগৃহে

Spread the love

‘দুর্গাপুরের সাহিত্য,ফিরে দেখা’ পত্রিকাটি প্রকাশিত হলো দুর্গাপুরের একটি সভাগৃহে,
অন্তরা সিংহরায়

সম্প্রতি দুর্গাপুরের একটি সভাগৃহে উদ্বোধন করা হলো কবি জয়ন্ত দত্ত সম্পাদিত ‘স্বপ্নের করিডোরে’ পত্রিকার বিশেষ নিবেদন “দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা” গবেষণা মূলক গ্রন্থ। উপস্থিত ছিলেন দুর্গাপুরর শিল্প- সংস্কৃতির সৃষ্টি কর্তারা। বিশেষ করে আরতি কুমার বসু, রণজিৎ গুহ, বিমান চট্টোপাধ্যায়, মোহিত গঙ্গোপাধ্যায় ,কৃষ্ণ দেব, গিরীন্দ্রনাথ চাকী,সুকোমল ঘোষ এবং আরো দুর্গাপুরের স্বনামধন্য শিল্পী সাহিত্যিক,সংগঠক এবং তাঁদের সাথে ছিলেন নতুন সাহিত্যিকরা।

পুরানো ও নতুনের অসাধারণ মেল বন্ধন।সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিলো অন্য মাত্রার। দুর্গাপুরের সাহিত্যের আদি ইতিহাস জানতে পারবেন পাঠক। মারা গেছেন এমন অনেক সাহিত্যিকের নাম বইটিতে আছে।মোবাইলহীন সমাজের চিত্র থেকে মোবাইল- যুগের শিক্ষা সংস্কৃতি – সাহিত্য নিয়ে আলোচনা করা হলো অনুষ্ঠান মঞ্চে। অসাধারণ এই বইতে যে সব গল্প লেখা হয়েছে তা পড়লে অনেক কথা জানা যাবে,সমৃদ্ধ হবে আগামী প্রজন্ম।

বইটির প্রচ্ছদটিও সুন্দর হয়েছে।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে প্রায় ষাট জন কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন । সম্পাদক জয়ন্ত দও সাহিত্য জগতে এরকম নতুন নতুন কর্মসূচী গ্রহণ করে দুর্গাপুরের সাহিত্য জগতকে সমৃদ্ধ করছেন । সমাজের বিশিষ্টজনেরা তার এই উদ্যোগকে বেশ প্রশংসা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *