মৃত্যুঞ্জয় রায়,
কোলকাতা (১৮ অক্টোবর ‘২৩):- দুর্গোৎসবের প্রাক্কালে আজ বাংলা কাহিনীচিত্র ‘পোড়া বাঁশি’-র পোস্টার উন্মোচন হয়ে গেল।
পোস্টার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ তথা কলকাতার বিশিষ্ট আলোকচিত্রী অনুপম হালদার, কোলকাতা পুলিসের পদস্থ কর্মী মিন্টু দেব, বিশিষ্ট অভিনেতা তমাল রায় চৌধুরী, গীতিকার গৌতম সুস্মিত, শিউলি রমানি গোমস এবং ‘পোড়া বাঁশি’-র নায়ক অর্ক নায়িকা বনশ্রী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
‘তারা মা ফিল্ম প্রোডাকশন অ্যাণ্ড অ্যাকাডেমী’ নিবেদিত এবং ‘এম আর ডি প্রযোজিত’ নতুন বাংলা কাহিনীচিত্র ‘পোড়া বাঁশি’-র পোস্টার উন্মোচনের পাশাপাশি আজ নতুন কাহিনীচিত্রের নামও ঘোষণা করেছেন এই কাহিনীচিত্রের পরিচালক শুভম দাস।