দুস্থ বাচ্চাদের হাতে শীতের পোষাক তুলে দিল বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা

Spread the love

দুস্থ বাচ্চাদের হাতে শীতের পোষাক তুলে দিল বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা

সঙ্গীতা মুখার্জ্জী মণ্ডল, পূর্ব বর্ধমান-:

  অগ্রহায়নের শেষ লগ্নে ধীরে ধীরে জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। উত্তরের শীতল বাতাস বইতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তাপমাত্রা আরও নীচে নামবে, ঠাণ্ডা বাড়বে। এদিকে শীত নিবারণের জন্য ওদের নাই উপযুক্ত শীতের পোষাক। সেগুলি কিনে দেওয়ার মত আর্থিক সামর্থ্য ওদের অভিভাবকদের নাই। ওরা সব বর্ধমান শহরের বীরহাটা উৎসব ময়দান সংলগ্ন বস্তির গরীব বাচ্চা।

   এই পরিস্থিতিতে শহরের ভাঙাকুঠি এলাকার 'বর্ধমান সদর বড়াতে কদম ওয়েলফেয়ার সোসাইটি' নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ওখানকার ১০১ জন বাচ্চার হাতে তুলে দেওয়া হলো উলের পোষাক। এগুলি পেয়ে বাচ্চাদের সঙ্গে সঙ্গে তাদের অভিভাবকরাও খুব খুশি। অনেকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে।

   এগুলি বিতরণের সময় সরিতা শর্মার নেতৃত্বে 

সুধা শর্মা, গায়ত্রী সোনকার, পূজা সাউ, মীনা গুপ্তা, মমতা শর্মা, নিশা শর্মা, রজনী শর্মা, দৃষ্টি শর্মা, শবনম সাহানি, আয়েশা খাতুন, মঞ্জু গুপ্তা, দোলন, মঞ্জু শর্মা, আশা অধিকারী সহ সংস্থার ৩৫ জন মহিলা সদস্যা সক্রিয় ভূমিকা পালন করে। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার অঞ্জু শর্মা সহ রোহিত গুপ্ত, বাবলু সাহানি, মন্নু সাউ সহ অন্যান্য সদস্যরা।

 অঞ্জু দেবী বললেন, আমাদের সামর্থ্য সীমিত। তার মধ্যেও চেষ্টা করছি অসহায়দের পাশে দাঁড়াতে। সহৃদয় ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা আরও বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়াতে পারব। প্রসঙ্গত অল্প সময়ের মধ্যে এই সংস্থাটি সমাজসেবার ক্ষেত্রে বর্ধমান শহরের বুকে  নিজেদের একটা পরিচিতি গড়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *