দোল উৎসবে মেতে উঠল বেহালার সঙ্গীত প্রতিষ্ঠান

Spread the love

দোল উৎসবে মেতে উঠল বেহালার সঙ্গীত প্রতিষ্ঠান

নীহারিকা মুখার্জ্জী

দোলের প্রাক সন্ধ্যায় আবিরে আবিরে রঙিন হয়ে বসন্তোৎসবে মেতে উঠল কলকাতার বেহালার ‘পঞ্চম মিউজিক একাডেমি’র শিক্ষার্থী এবং অভিভাবকরা। পাশাপাশি দোল উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একাডেমীর শিক্ষার্থীরাই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’ এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। একক নৃত্যে অদ্রিজা (সারা) উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের পারফরম্যান্স ছিল মুগ্ধকর। একাডেমীর শিক্ষিকা অন্তরা মুখার্জ্জী পরিবেশন করেন আধুনিক গান ও লোকগীতি। সঙ্গীত, নৃত্য, কবিতা পাঠ ইত্যাদিতে ভরপুর প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠানটি ছিল যথেষ্ট আকর্ষণীয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমির কর্ণধার অন্তরা মুখার্জ্জী।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে একাডেমীর শিক্ষার্থী উপাসনা, ত্রিশিকা, শতরূপা, বাসবী, কীর্তিকা, অহনা, স্নেহান, মধুমিতা, সৃজিতা, শ্বেতাংশী, আয়ুষ্মান, শ্রেয়া, সৌমি, সোনাক্ষী, শ্রেয়সী, সাগরিকা, মিঠুন, কেতকী, রমা, পর্ণা, স্নেহান, শুভময়ী, সাগরিকা ত্রিশিকা, পিয়াশ, ইল্লা, প্রতিমা, বীথি, মৌসুমী, পৌলমী, লুব্ধক, সাংভি, কৃতব্রত, নিতিশ, সঞ্জয়, অদ্রিজা এবং একাডেমীর শিক্ষিকা অন্তরা মুখার্জ্জী সহ অন্যান্যরা।

বেতার ও দূরদর্শনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অন্তরা মুখার্জ্জী বললেন - প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্যেই এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকি। প্রতি বছর একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও এই দিনটির জন্য ওরা অপেক্ষা করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *