দ্রাবিনের সন্ধ্যা আগমনী
মহিষাসুরমর্দিনী: ‘আগমনী সন্ধ্যা নৃত্য উৎসব’-এ মাতৃ বন্দনায় ভরলো কলকাতার ১৪ই সেপ্টেম্বর, জ্ঞান মঞ্চ ২০২৫ – শহরের সাংস্কৃতিক আঙিনায় এক অনন্য সংযোজন হয়ে রইল এ বছরের আগমনী সন্ধ্যা নৃত্য উৎসব। কলকাতার জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত এই নৃত্যানুষ্ঠান ছিল শিল্প, ভক্তি আর আবেগের এক অসাধারণ সমাহার।
নৃত্য নির্দেশনা ও ভাবনা – শ্রী দ্রাবিণ চট্টোপাধ্যায়|
এই মহোৎসবের মূল আকর্ষণ ছিল গুরু শ্রীমতি মালবিকা সেন-এর দেবী দুর্গারূপে অভিনয়, যা দর্শক-শ্রোতাদের অভিভূত করেছে। বিশেষ উপস্থিতি ছিল অভিনেত্রী ও নৃত্যশিল্পী রিমঝিম মিত্রর, আর পুরো অনুষ্ঠানের বিশেষ নির্দেশনায় ছিলেন গুরু শ্রী কহিনুর সেন বরাট। সঞ্চালনার দায়িত্ব সামলান শ্রী কবির সেন বরাট, যিনি অনুষ্ঠানের গরিমা বাড়িয়ে দেন তার সাবলীল উপস্থাপনায়।
প্রচুর দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল সভাগৃহ। ঢাকের বাদ্য, করতালি আর উলুধ্বনিতে বারবার মুখরিত হয় অনুষ্ঠানস্থল। দর্শক প্রতিক্রিয়া—“এ যেন মঞ্চে জীবন্ত দেবীর আবির্ভাব।”
আয়োজক এথনিক ডান্স একাডেমি প্রথমবারের মতো টিকিট-কাটা এই অনুষ্ঠানে যে বিপুল সাড়া পেয়েছে, তাতে তারা গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। মেকআপ শিল্পী সুরজিৎ তুকাই বসু ও বিষ্ণু (অমি বিষ) তাঁদের রূপসজ্জায় এনে দিয়েছিলেন এক অনন্য দেবীসুলভ আভা, যা দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় আয়োজকের প্রিয় মায়ের স্মৃতির উদ্দেশ্যে। আয়োজকের প্রতিশ্রুতি—“প্রতি বছর এই আগমনী সন্ধ্যা বাঁচিয়ে রাখব আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা সঙ্গে নিয়ে।”
কলকাতার সংস্কৃতি মানচিত্রে এই সন্ধ্যা নিঃসন্দেহে এক অমলিন স্মৃতি হয়ে থাকবে।