নবান্ন অভিযানে পুলিশ আক্রমণে ধৃত বিজেপি কর্মীর দুদিনের পুলিশি হেফাজত 

Spread the love

নবান্ন অভিযানে পুলিশ আক্রমণে ধৃত বিজেপি কর্মীর দুদিনের পুলিশি হেফাজত 

মোল্লা জসিমউদ্দিন, 

বুধবার নবান্ন অভিযানে পুলিশকে মারধরের মামলায়  ধৃতের দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আদালতের নির্দেশে অনুতচন্দন গুপ্ত নামে এক বিজেপি কর্মীকে আগামী ১৫ অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, নবান্ন অভিযানের দিন পুলিশের এক কনস্টেবলকে মারধর এবং বিশৃঙ্খলা তৈরিতে চন্দনের কী ভূমিকা ছিল? ঘটনায় আরও কারা কারা জড়িত ছিলেন?  সে সব খতিয়ে দেখবে পুলিশ।এদিন  দুপুরে ধৃতকে ব‍্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। সেখানে চন্দনকে হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্য দিকে, জামিনের আবেদন করেন অভিযুক্তের আইনজীবী। ওই আইনজীবী জানান  , -‘শুভেন্দু অধিকারীর ডাকে ওইদিন বিজেপির হাজার হাজার অনুগামী মিছিলে গিয়েছিলেন। অভিযুক্তের নাম এফআইআর-এও নেই। অথচ তিন দিন পর মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়’।সরকারি আইনজীবী পাল্টা সওয়াল করে জানান, -‘অভিযুক্ত-সহ বাকিরা বার বার বলা সত্ত্বেও হাইকোর্টের নির্দেশিকা লঙ্ঘন করেছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। ডোরিনা ক্রসিংয়ে ইট রাখা থাকে না। তাঁরাই ইট সঙ্গে নিয়ে এসেছিলেন। ওই কনস্টেবলকে যে ভাবে মারা হয়, তাতে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারত। মাটিতে ফেলে মারধর করা হয়। হেলমেট ভেঙে দেওয়া হয়। তিন দিন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই পুলি‌শকর্মী। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন’। দু’পক্ষের যুক্তি শোনার পর ধৃতের দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। পুলিশের তরফে আগামী ২৬ তারিখ পর্যন্ত হেফাজতের আবেদন করা হলেও শেষ পর্যন্ত ১৫ তারিখ অবধি হেফাজত হয়েছে ওই বিজেপি কর্মীর। উল্লেখ্য, ধৃত চন্দন উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা। গত মঙ্গলবার কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার দিনের বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে চন্দনকে শনাক্ত করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া এবং ইচ্ছাকৃত ভাবে আঘাত করার মতো একাধিক অভিযোগ রয়েছে। মামলা দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ (১), ১২১ (২) এবং ৩ (৫) ধারায়।আগামী ১৫ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *