পূর্ব বর্ধমান জেলার ভাতারের নর্জামোড় থেকে দেওয়ানদিঘি পর্যন্ত বাদশাহী সড়ক অর্থাৎ ৭ নং রাজ্য সড়কে এইরকম মরণফাঁদ রয়েছে। ছোটখাটো পথদুর্ঘটনা লেগেই রয়েছে। দ্রুত সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী।
Spread the loveদুবরাজপুর গভর্নমেন্ট আই,টি,আই কলেজে 2024′-জমজমাট সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলেজ চত্বরে, মেতে উঠলেন পড়ুয়ারা। দুবরাজপুর গভর্নমেন্ট আই,টি,আই কলেজে…