নাম রেখেছি সম্পর্ক
উজ্জ্বল সামন্ত
শব্দকোষ থেকে কিছু অংশ রেখেছি,
লিখবো বলে, সম্পর্কের না বলা কথা।
সময়ের সংলাপে অতীত বর্তমান ভবিষ্যৎ ,
স্মৃতিটুকু নিঙড়ে কলমের আঁচড় কাটা।।
লিখতে বসে ভাবছি অনেক কিছুই ,
সময়ের গতির রকম ফেরে জীবন ।
সঙ্গ নিঃসঙ্গতার ব্যবধান টানে রেখা,
বিরহের আল্পনায় নকশার উপকরণ।।
শব্দে বর্ণনা করা কঠিন তোমায়, জানো!
রূপকথার মত জীবনসঙ্গী সবাই চায়।
গল্প তো গল্পই হয়ে থাকে পৃষ্ঠায় লেখা
জীবন তো কোন রূপকথার গল্প নয় ।।
উজার করা ভালোবাসা চুঁইয়ে পড়ে,
চিবুক যাকে অশ্রু বলে চেনে !
লোকসমাজে কান্না লুকিয়ে রাখা,
ভালোবাসায় হৃদয় কেন ভাঙে?
দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে চলে কলম,
মুহুর্তরা বন্দী হয়ে ভড়ে ওঠে পাতায়।
সম্পর্ক তৈরী হয় আবার ভাঙেও!
জীবন কেন প্রশ্ন চিহ্ন আঁকে, হায় ?