নেতাজি কন্যা কে সংবর্ধনা জানালেন গবেষক ও আইনজীবী জয়দীপ মুখার্জি
মোল্লা জসিমউদ্দিন,
জার্মানির আয়ুশবার্গ শহরে দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর কন্যা অনিতা বসু পাফ কে সংবর্ধনা জানালেন ‘অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামে’র সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি । নেতাজি কন্যার হাতে তার পিতার ছবি সহ অন্যান্য উপহার তুলে দিলেন জয়দীপ বাবু।নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবনে অজানা তথ্য সংগ্রহ করতে বিভিন্ন দেশে দূতাবাস গুলিতে নিয়মিত যান তিনি।সেইসাথে বীরদেশনায়ক নিয়ে বই প্রকাশ করে সর্বভারতীয়স্তরে আলোড়ন তৈরি করেছেন বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জি মহাশয়।