ন্যাকের সাফল্যের পর সারা বাংলা অধ্যক্ষ পরিষদের বার্ষিক সাধারণ সভার আয়োজক হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন ।

Spread the love

ন্যাকের সাফল্যের পর সারা বাংলা অধ্যক্ষ পরিষদের বার্ষিক সাধারণ সভার আয়োজক হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন ।

সমগ্ৰ রাজ্যের নিরিখে উত্তর চব্বিশ পরগনা জেলার মেয়েদের কলেজের সামনের সারিতে যে কয়েকটি কলেজের নাম উঠে আসে দক্ষিণেশ্বর হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন যার মধ্যে অন্যতম। ইতিমধ্যে তাদের ন্যাকের মূল্যায়ণে স্বীকৃতি ‘ এ প্লাস ’ । কলেজের অধ্যক্ষা ডঃ সোমা ঘোষ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন জেলার এই কলেজটি থেকে ৬০০ জনের বেশি ছাত্রীর কর্মসংস্থান হয়েছে। শুধু প্রথাগত শিক্ষা নয়, একাধিক প্রথা বহির্ভূত পাঠক্রম ও স্বনিযুক্ত প্রকল্প বাস্তবায়ন ও তার ফলাফল স্পষ্ট হয়ে উঠেছে। ৮৮ জন শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্তরিক সমন্বয়ে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের সাফল্যের মুকুটে একাধিক পালক জোড়া হয়েছে। ইতিমধ্যে সাংবাদিক সম্মেলনে কলেজের অধ্যক্ষা আরও জানিয়ে বলেন পরিচালন সমিতি, এলাকার স্থানীয় বিধায়ক ও সাংসদের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্য সরকারের সাথে সমন্বয়ে আগামী দিনে এই কলেজ পেতে চলেছে একটি আলাদা ক্যাম্পাস। যেখানে আপাতত ২৭ টি বিষয়ের পাশাপাশি আরও কিছু পাঠক্রম চালু করার কথা ভাবছে কলেজ কর্তৃপক্ষ। গত শিক্ষাবর্ষ অনুযায়ী প্রায় ১৩২৬ জন শিক্ষার্থী আগামী ভবিষ্যতের পথ প্রদর্শক এই কলেজ তেমনই রাজ্যে উচ্চ শিক্ষার এক অন্যতম মডেল হয়ে উঠে আসবে বলে মনে করে এই কলেজের ছাত্রীরা। এমন সাফল্যের পাশাপাশি ক্ষুদ্র পরিসরে দীর্ঘদিনের গড়ে ওঠা এই কলেজ ইতিমধ্যে সারা বাংলা অধ্যক্ষ পরিষদের ৩২ তম বার্ষিক সাধারণ সভার ব্যবস্থাপক হিসেবে নিজেদের তুলে এনেছে। তাদের এই ব্যবস্থাপনায় শতাধিক কলেজের অধ্যক্ষরা অংশ গ্রহণ করে আলোচনা পর্যালোচনা করবেন। তথ্য ও ছবি সুবল সাহা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *