পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রয়াত ষষ্ঠী বাউরির স্মরণসভা, খয়রাসোলে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- গত ২০১০ সালে ৯ ডিসেম্বর বীরভূম জেলার খয়রাশোলে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে দুষ্কৃতিদের বোমার আঘাতে নিহত হন সিপিআইএম বীরভূম জেলা কমিটির সদস্য তথা খয়রাশোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ষষ্ঠী বাউরী।সেই উপলক্ষ্যে শুক্রবার সিপিআইএম এর খয়রাসোল দলীয় কার্যালয় যথাযথ মর্যাদার সাথে সিপিআইএম নেতা ষষ্ঠী বাউরির স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক, মাল্যদান দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও এক মিনিট নিরবতা পালন করেন। প্রয়াত নেতার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বাম নেতা কর্মীরা।রাজনৈতিক জীবনে তিনি সিপিআইএম জেলা কমিটির এবং কৃষক সভার রাজ্য কমিটির সদস্য ছিলেন।এছাড়া কেন্দ্র গড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান ও খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দায়িত্বভার সামলেছেন।এদিনের স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য শেখ অনারুল, খয়রাশোল এরিয়া কমিটির সম্পাদক দিলীপ গোপ,বর্ষীয়ান নেতা মহাবীর কর্মকার, এরিয়া কমিটির সদস্য আনবর হোসেন খান প্রমুখ।