পথ দুর্ঘটনায় আহত মুরারই থানার ওসি,মৃত গাড়ির চালক
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:-সাত সকালেই ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হলেন বীরভূম জেলার মুরারই থানার ওসি এবং মৃত্যু হয় গাড়ির চালকের। খবর পেয়ে মহম্মদবাজার থানার ওসি-সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যান এবং জখম অবস্থায় দুজনকেই উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরের দিকে রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের বীরভূমের মহাম্মদবাজার থানার গনপুরে।
জানা যায় মুরারই থানার ওসি সাক্ষী দিতে ডায়মন্ড হারবারের কোর্টে গেছিলেন। সেখান থেকে মুরারই ফেরার পথেই গনপুরের জঙ্গলের কাছে একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওসিকে ও তার ড্রাইভারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আহতদের পরীক্ষা করেন এবং গাড়ির চালক তথা ওসির ড্রাইভারকে মৃত বলে ঘোষণা করেন। পরে আহত ওসিকে হাসপাতাল থেকে অন্যত্র একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য আহত ওসি মহম্মদ শাকিব সাহেব সম্প্রতি জয়দেব পুলিশ ফাঁড়ির ইনচার্জ থেকে মুরারই থানায় ওসি হিসেবে যোগ দেন। দুর্ঘটনায় প্রাণ হারানো পুলিশের গাড়ি চালক ছিলেন কুষ্টিগিরির বাসিন্দা শেখ শরিফউদ্দিন।