পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ২০৬ তম জন্মজয়ন্তী পালন,খয়রাশোলে

Spread the love

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ২০৬ তম জন্মজয়ন্তী পালন,খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম
২৬ শে সেপ্টেম্বর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্মদিন।সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও দিনটি নানান অনুষ্টানের মাধ্যমে পালিত হয়।সেরূপ খয়রাশোল থানা ও স্থানীয় সমাজসেবী মাধব লাহার যৌথ উদ্যোগে ২৬ শে সেপ্টেম্বর শুক্রবার খয়রাশোল থানার উত্তর পূর্ব গেটের সামনে বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান,পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন।পাশাপাশি উনার জীবনবৃত্তান্ত,সমাজসংস্কারক তথা বিধবা বিবাহ সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।সেই সাথে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিন মঞ্চ থেকে ছোট ছোট শিশুদের হাতে বর্ণ পরিচয় বই ও কলম প্রদান করা হয় এবং উপস্থিত সহ পথচলতি মানুষজনদের মিষ্টিমুখ করানো হয়।এদিন অনুষ্ঠান মঞ্চে
উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ড. সৌমেন্দু গাঙ্গুলী, গীতাভবনের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী সত্যানন্দজী মহারাজ,খয়রাশোল থানার পিএসআই আসিফ রাইহান বিশ্বাস,চারনকবি তথা লোকশিল্পী নারায়ন কর্মকার, সমাজসেবী মাধব চন্দ্র লাহা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন সমাজসেবী মনোজ গাঙ্গুলী। একান্ত সাক্ষাৎকারে বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তি স্থাপনের বিষয়ে ও উনার জীবন বৃত্তান্ত সম্পর্কে দুচার কথা ব্যাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *