পরিবহন শ্রমিকদের নিবন্ধীকরণের বিশেষ শিবির

Spread the love

পরিবহন শ্রমিকদের নিবন্ধীকরণের বিশেষ শিবির

সেখ সামসুদ্দিন, ৩০ আগস্টঃ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রম দপ্তরের উদ্যোগে ও জামালপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় জামালপুর বাসস্ট্যান্ডে আয়োজিত হয় পরিবহন শ্রমিকদের নিবন্ধীকরণের বিশেষ শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন যুগ্ম শ্রমাধ্যক্ষ, দুর্গাপুর মনোজ সাহা, যুগ্ম শ্রমাধ্যক্ষ, বর্ধমান সদর দক্ষিণ দেবাশীষ মন্ডল, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জামালপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ও জামালপুরের ন্যূনতম মজুরি পরিদর্শক শুভাশীষ ব্যানার্জী এবং জামালপুর অঞ্চলের সমস্ত অধিবাসীবৃন্দ। রাজ্য সংগীত উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। যুগ্ম শ্রমাধ্যক্ষ দেবাশীষ মন্ডল উদ্বোধনী ভাষণে এই প্রকল্পের সমস্ত খুঁটিনাটি বিষয় জনগনের সামনে তুলে ধরেন। পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা জনসাধারণের কাছে তুলে ধরেন। পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে পরিবহন শ্রমিকরা ৬০ বছর বয়সের পর মাসে দেড় হাজার টাকা করে পেনশন পান। প্রসঙ্গত উল্লেখ্য মমতা ব্যানার্জীর নেতৃত্বে এই সরকার ক্ষমতায় আসার পর এই পেনশন ৭৫০ টাকা থেকে ১৫০০ টাকা করা হয়েছে। এছাড়া তার মৃত্যুর পর তার পরিবারের সদস্য ফ্যামিলি পেনশন পেয়ে থাকেন এরই সাথে শ্রমিকদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার বইও দেওয়া হয়, যেখানে একজন শ্রমিকের একাউন্টে রাজ্য সরকার প্রতি মাসে ৫৫ টাকা জমা করেন এবং ৬০ বছর বয়সের পর সুদেমূলে ওই টাকা শ্রমিক লাভ করেন। এছাড়া দুর্ঘটনা জনিত কারণে মৃত্যু হলে দু লক্ষ টাকা পান। অনুষ্ঠানে পরিবহন শ্রমিকদের হাতে সামাজিক মুক্তি কার্ড ও পাশ বই তুলে দেওয়া হয়। প্রায় ৭০০ জন পরিবহন শ্রমিক আজ নিজেদের নাম নিবন্ধিত করেছেন বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *