মোল্লা জসিমউদ্দিন,
; সোমবার দুপুরে দিল্লির সাংসদ ভবনে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। সেখানে উল্লেখযোগ্যভাবে জোর দেওয়া হয়েছে পরিবেশবান্ধব গাড়ির উপর।একাধারে বায়ুদূষণ রুখতে এবং জ্বালানি সাশ্রয়ে এহেন পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যেসব গাড়ি পুরাতন এবং যাতায়াতের উপযোগী নয় সেইসব গাড়ি ‘স্বেচ্ছায় যান বাতিল নীতি’র আওতায় পড়বে এবার থেকে। পনেরো থেকে কুড়ি বছরের পুরাতন গাড়িগুলিকে লক্ষমাত্রায় আনা হবে বলে জানা গেছে। মূলত পরিবেশবান্ধব গাড়ির উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।যাতে বায়ুদূষণ কমে এবং জ্বালানি তেলের সাশ্রয় ঘটে। এখন দেখার পুরাতন গাড়ি মালিকরা কেন্দ্রীয় সরকারের এহেন নীতিতে কতটা সাড়া দেন?