পরীক্ষার আগে কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের দাবিতে বিক্ষোভ,সিউড়িতে

Spread the love

!!পরীক্ষার আগে কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের দাবিতে বিক্ষোভ,সিউড়িতে!!

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন ধার্য্য হয়েছে আগামী ৬ ই ডিসেম্বর। অথচ সে সময় কলেজ পড়ুয়াদের পরীক্ষার প্রস্তুতি নেবার সময় অর্থাৎ দিন কয়েক পরেই শুরু হবে পরীক্ষা যা চলবে আগামী ১৩ ই ডিসেম্বর পর্যন্ত।এনিয়ে মঙ্গলবার সিউড়ি বিদ্যাসাগর কলেজের পড়ুয়ারা কলেজের গেটে তালা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং শেষে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেয়। বিক্ষোভরত পড়ুয়াদের দাবি কলেজে পরীক্ষার আগে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, পরীক্ষার পরে অনুষ্ঠান করা হোক।উল্লেখ্য, এবার অফলাইনে পরীক্ষা হবে। তৃতীয় সেমিস্টারের ছাত্র শেখ আবদুল্লাহর বক্তব্য পরীক্ষার আগে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান যেন না হয়। সেটা পরীক্ষার পর হলে সবাই নির্বিঘ্নে আনন্দের সাথে অংশগ্রহণ করতে পারবে। এবিষয়ে অরাজনৈতিক ভাবে পড়ুয়াদের নিয়ে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ ড. তপনকুমার পরিচ্ছা জানান,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি পাঠানো হবে। তারপরেই এই সমস্যার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এদিকে ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মোশারফ হোসেন জানিয়েছেন ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় যাতে কোনো অসুবিধা বা বিঘ্ন না ঘটে সে দিকটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। ছাত্র ইউনিয়ন সর্বদা পড়ুয়াদের পাশে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *