পাঁচিল দেওয়া কে কেন্দ্র করে বিশ্বভারতী কতৃপক্ষের সাথে স্থানীয়দের বিতর্ক

Spread the love

পাঁচিল দেওয়া কে কেন্দ্র করে বিশ্বভারতী কতৃপক্ষের সাথে স্থানীয়দের বিতর্ক

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বিশ্বভারতীর পাঁচিল দেওয়া কে কেন্দ্র করে ফের বিতর্ক সৃষ্টি হয় বৃহস্পতিবার।একদা শান্তিনিকেতনের পাঁচিল ঘিরেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে।পাঁচিল দেওয়া বন্ধের দাবিতে আশ্রমিক, প্রাক্তনী থেকে পড়ুয়া সকলেই একত্রিত ভাবে পথে নেমেছিলেন প্রতিবাদ জানাতে।
সেইরূপ শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের সামনে সুরুশ্রী পল্লী এলাকার রাস্তায় বিশ্বভারতী কর্তৃপক্ষ পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু করতে গেলে বাধা দেয় সুরুশ্রী পল্লীর বাসিন্দারা। এনিয়ে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিরাপত্তা রক্ষীদের নিয়ে ঘটনাস্থলে যান এবং পাঁচিল গাঁথার কাজ শুরু করানোর সময় বেঁধে যায় বিতর্ক।স্থানীয় হরিয়া রামানী, মিঠুন সাহানীর অভিযোগ, কয়েক পুরুষ ধরে চালু রয়েছে এই রাস্তা,সেটা বন্ধ করতে পাঁচিল দিয়ে ঘিরে ফেলতে চাইছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।প্রতিদিন এই রাস্তার উপর দিয়ে বোলপুরের কয়েক হাজার মানুষের যাতায়াত। তাছাড়া রাস্তাটি বন্ধ হয়ে গেলে, এলাকার মধ্যে এম্বুলেন্স ,অগ্নিনির্বাপক গাড়ি সহ কোন কিছুই ঢুকতে পারবে না এলাকায়। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এলাকাবাসীকে বোঝাবার চেষ্টা করেন যে জায়গাটি বিশ্বভারতীর। কিন্তু স্থানীয়রা সেকথা মানতে রাজি হয়নি, রাস্তা রাস্তায় থাকবে।জনসাধারণের জন্য রাস্তা থাকবে নাকি ঘিরে ফেলবে বিশ্বভারতী কতৃপক্ষ ? এখন কি করে সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *