পাথেয় সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ

Spread the love

পাথেয় সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ


হেমন্তের স্বর্ণালী সন্ধ্যায় গত ৮নভেম্বর শনিবার ২৫পেরিয়ে ২৬শে পা দেওয়া পাথেয় সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল গোপালপুর সমাজ কল্যাণ সমিতির প্রাঙ্গণে।কথায়-ছন্দে-সুরে-শিঞ্জনের শব্দে মুখরিত উদযাপনের সাক্ষী থাকল সুধী দর্শক বৃন্দ। এই সন্ধ্যায় নান্দীমুখে স্বাগত ভাষণে যুগ্মসম্পাদক গিরিধারী চক্রবর্তী পাথেয়-রস্মৃতি বিজড়িত তথ্য সহ আজকের দিনে বাংলা লিটল ম্যাগাজিন বাঁচিয়ে রাখার প্রাসঙ্গিকতা তুলে ধরেন।সুচারু সঞ্চালনায় সিদ্ধহস্ত শ্রী মতী রীণা নস্কর ও দেবলীনা পন্ডা শুরু থেকে অনুষ্ঠানের হাল ধরে থাকেন। সুরের ডালি নিয়ে উপস্থিত ছিলেন অনীতা পন্ডা,লহরী গুহ। শিশু শিল্পী অদ্রিজা চক্রবর্তী র নৃত্য সুধীজনের নজর কাড়ে বৈকি।শুভ মন্ডলের আফ্রিকার উপস্থাপন অভিনব।সুদীপা মন্ডলের ‘আমি ‘কবিতার উপস্থাপন বেশ সুন্দর।সময়ের প্রবাহের প্রাসঙ্গিক কবিতা পাঠ করেন পুষ্পিতা মল্লিক।পাথেয় পত্রিকার অন্যতম যুগ্ম সম্পাদক ব্যবস্থাপনায় ছিলেন অনিল চন্দ্র মন্ডল। অতিথি তালিকায় ছিলেনসাহিত্যিক বিশ্বদীপ দে,অধ্যাপক ডক্টর মুকুল মন্ডল, ডাঃ রবীন মন্ডল, মাননীয় বিমল চন্দ্র নস্কর, শিক্ষক তপন সাউ, মাননীয়া শঙ্কু হালদার, দুর্গা দাস নস্কর,সনৎ মন্ডল,অমিয় কান্তি দাস, সুখরঞ্জন মন্ডল, প্রদীপ কুমার মন্ডল প্রমুখ। স্বেচ্ছাসেবক আকাশ গায়েন ও সাহিল লোক ছিল সদা ব্যস্ত।অনুষ্ঠানে ধন্যবাদ ঞ্জাপন করেন বিশিষ্ট চিত্রশিল্পী ও পত্রিকার সভাপতি লক্ষ্মীকান্ত দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *