পানীয় জনের দাবিতে তৃণমূলের প্রচারগাড়ি আটকে বিক্ষোভ আদিবাসী মহিলাদের রাইপুরের যাদব নগর গ্রামে।

Spread the love

পানীয় জনের দাবিতে তৃণমূলের প্রচারগাড়ি আটকে বিক্ষোভ আদিবাসী মহিলাদের রাইপুরের যাদব নগর গ্রামে।

সাধন মন্ডল বাঁকুড়া:——গ্রামে পানীয় জলের অভাব সেই সমস্যা সমাধানে রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসন কোন ভূমিকা পালন করেনি তাই তৃণমূলের তফসিলি বন্ধুর প্রচারগাড়ী আটকে বিক্ষোভ দেখালেন রায়পুর ব্লকের মটগোদা গ্রাম পঞ্চায়েতের যাদবনগর গ্রামের মানুষজন ।তারা রাস্তার উপরেই চেয়ার নিয়ে বসে পড়লেন। কোনরকম গাড়ি যেতে দেবেন না তাদের দাবী স্বাধীনতার এত বছর পরেও জলের অভাব রয়েছে আমাদের গ্রামে। অথচ আমরা ব্লক শহর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বসবাস করি। শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের মানুষ বলেই আমাদের প্রতি এই বঞ্চনা বলে তাদের দাবি। তাদের আরো অভিযোগ স্থানীয় নেতারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। আমাদের কথা কেউ মনে রাখে না আমাদের সমস্যার সমাধান না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। এদিনের এই বিক্ষোভ সামলাতে গ্রামে হাজির হন রায়পুর পঞ্চায়েত সমিতির পর্তু কর্মাধ্যক্ষ শান্তি নাথ মন্ডল তাকে ঘিরে ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন কর্মাধ্যক্ষ শান্তি নাথ মন্ডল। তারই মাঝে স্থানীয় যুবনেতা মিঠুন সুরাল আদিবাসী মানুষজনের সাথে কথা বলেন এবং তাদের বোঝানোর চেষ্টা করেন। তার কথায় বিক্ষোভকারীরা কিছুটা আশ্বস্ত হন। অবশেষে পূর্ত কর্মাধ্যক্ষ শান্তি নাথ মন্ডলগ্রামবাসীদের কাছে অবিলম্বে সমস্যা সমাধানের লিখিত আশ্বাস দিয়ে ছাড়া পান। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *